হ-বাংলা নিউজ : মস্কোতে বাংলাদেশের দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিনটি পালনে মিশন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। দুই পর্বে অনুষ্ঠিত কর্মসূচির প্রথমপর্বে রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান দূতাবাস প্রাঙ্গণে দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
করোনাজনিত কারণে পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে দ্বিতীয় পর্বের সান্ধ্যকালীন অনুষ্ঠানটি দূতাবাসের ফেসবুক পেজে স্ট্রিমিং ও জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় যেখানে রাষ্ট্রদূতের সভাপতিত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পাশাপাশি রাশিয়া, বেলারুশ ও কাজাখস্তানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অনলাইনে যুক্ত হয়েছিলেন।
দ্বিতীয় পর্বের কর্মসূচীর শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
এরপর রাষ্ট্রদূত বিজয় দিবস উপলক্ষে তার সমাপনী বক্তব্য রাখেন। বক্তব্যে বাংলাদেশের অভ্যুদয়ের কালানুক্রমিক ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম ভূমিকা উল্লেখপূর্বক মহান এই দিবসটির গুরুত্ব বর্ণনা করেন। তিনি তার বক্তব্যে দেশের সাম্প্রতিক ধারাবাহিক অভূতপূর্ব উন্নয়নে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে বাংলাদেশের আরও সমৃদ্ধির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যঃ সংগ্রহীত