হ-বাংলা নিউজ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কোয়ারেন্টিনে গেছেন। দেশটির পররাষ্ট্র দপ্তর বুধবার এ তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।
করোনাভাইরাসে সংক্রমিত কোনো এক ব্যক্তির সংস্পর্শে (কন্ট্যাক্ট) এসেছিলেন পম্পেও। এরপরই তিনি কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
খবরে বলা হয়, করোনা পরীক্ষায় পম্পেওর নেগেটিভ আসা সত্ত্বেও তিনি কোয়ারেন্টিনে থাকবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, পম্পেও করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় তাঁর নেগেটিভ এসেছে। কিন্তু রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী তিনি কোয়ারেন্টিনে থাকবেন। পররাষ্ট্র দপ্তরের চিকিৎসা দল তাঁকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখবে।
এ ছাড়া পম্পেওর কোনো উপসর্গ দেখা দিয়েছিল কি না, তা–ও জানানো হয়নি।
করোনা সংক্রমিত ঠিক কোন ব্যক্তির সংস্পর্শে পম্পেও এসেছিলেন, তা বলতে মার্কিন পররাষ্ট্র দপ্তর অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে, ব্যক্তিগত গোপনীয়তার কারণে তারা সেই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারছেন না।
এদিকে বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে পম্পেও অংশ নেননি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
কূটনীতিকেরা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি হলিডে পার্টি বাতিল করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্পসহ তাঁর প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা ও ঘনিষ্ঠ সহযোগী ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন।
তথ্যঃ সংগ্রহীত