হ-বাংলা নিউজ : মডার্নার ভ্যাকসিনে ছাড়পত্র দিলেন ট্রাম্প। শীঘ্রই ভ্যাকসিন প্রক্রিয়া শুরু করবে মডার্না কর্তৃপক্ষ। শুক্রবার টুইটারে এই কথা জানালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফাইজারের পর দ্বিতীয় ভ্যাকসিন হিসেব আমেরিকায় ছাড়পত্র পেল মডার্নার ভ্যাকসিন। তবে ট্রাম্প ঘোষণা করলেও মডার্নার ভ্যাকসিন এখন সবুজ সংকেত দেয়নি মার্কিন ভ্যাকসিন রেগুলেটরি কমিটি, তবে বৃহস্পতিবার এই কমিটির দায়িত্বে থাকা মার্কিন ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিল, মোডার্নার টিকার সেফটি ট্রায়ালের ফল খুব ভাল। কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়াও দেখ দেয়নি। ফলে এটিকে ছাড়পত্র দিতে অসুবিধা নেই। এদিকে, আমেরিকার জনগণকে আশ্বস্ত করতে টিভির সামনে করোনা ভ্যাকসিন নেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তাঁর স্ত্রী। তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে মডার্নার ভ্যাকসিনের ছাড়পত্র কয়েক ঘণ্টার ব্যাপার মাত্র।
গত শনিবার সরকারিভাবে আমেরিকায় ফাইজারের ভ্যাকসিনের জরুরি ব্যবহারে ছাড়পত্র দেয় মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তারপরই ট্রাম্প প্রশাসনের ঘোষণা মতো শুরু হয় গণ টিকাকরণ। সবার প্রথম টিকা নেন নিউ ইয়র্কের নার্স স্যান্ড্রা লিন্ডসে। এরপর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টুইট করে গণ টিকাকরণ শুরু হওয়ার বিষয়টি জানান। এর আগে ফাইজারের টিকা ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য কতটা নিরাপদ, বা সামান্য ঝুঁকি উপেক্ষা করে এই টিকায় ছাড়পত্র দেওয়া যায় কিনা, তা নির্ধারণ করতে বৈঠকে বসেছিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।
বৈঠকে ফাইজারের পক্ষেই থাকে বিশেষজ্ঞদের সংখ্যা গরিষ্ঠতা। ভ্যাকসিনটি জরুরি ব্যবহারে ছাড়পত্র দেওয়ার পক্ষে ভোট দেন কমিটির ১৭ জন সদস্য। ছাড়পত্র দেওয়ার বিপক্ষে ভোট দেন মাত্র চারজন। গত রবিবার নিজেদের মিশিগান প্ল্যান্ট থেকে প্রথম দফার ওষুধ রপ্তানি শুরু করে দেয় মার্কিন সংস্থা ফাইজার।
তথ্যঃ সংগ্রহীত