হ-বাংলা নিউজ, হলিউড থেকে : জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সাধারন সম্পাদক ও ক্যালিফোর্নিয়া বিএনপির বর্তমান প্রেসিডেন্ট জনাব বদরুল আলম চৌধুরী শিপলুর পিতা জনাব শওকত আলম চৌধুরী গত রাত ১১:৫৯ মিনিটে বার্ধক্য জনিত কারনে লস এঞ্জেলেসে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি একযুগেরও বেশী সময় ধরে এই লস এন্জেলেসে তাঁর সন্তানদের সাথে বসবাস করে আসছিলেন।
মরহুম শওকত আলম চৌধুরীর দুই ছেলে বদরুল আলম চৌধুরী ও কামরুল আলম চৌধুরী এবং এক কন্যা সালমা চৌধুরী। মরহুম শওকত আলম চৌধুরীর দেশের বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউরা থানার খাদিরপুর গ্রামে। তিনি দেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং ব্যক্তিজীবনে অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ হিসেবে জীবন যাপন করে গেছেন। মরহুমের মৃত্যুতে ক্যালিফোর্নিয়া বিএনপি সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মরহুমের নামাজে জানাজার সময় এ স্থান পরে জানানো হবে বলে পারিবারিক সুত্রে গানা গেছে।