হ-বাংলা নিউজ : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্যে গ্রীসে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাসে এই উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মো. খালেদের সঞ্চালনায় মুজিব বর্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষ্যে বিশেষ অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর সুজন দেবনাথ এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী।
আলোচনার শুরুতে দূতাবাসের বিদায়ী শ্রম কাউন্সেলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী দূতাবাস ও বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসীদের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে অবহিত করেন। আলোচনা পর্বে অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দসহ গ্রীসের বিভিন্ন শহর এবং দ্বীপাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসী বক্তারা আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য ও চেতনাকে সামনে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তাগণ এই করোনা পরিস্থিতিতে অনলাইনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান। তারা দেশ ও জাতির কল্যাণে সরকারের নানমূখী কার্যক্রমে অংশগ্রহণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত আসুদ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃঢ় নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছি। তিনি প্রবাসী বাংলাদেশীদের রূপকল্প ২০২১ ও ২০৪১-এর লক্ষ্য অর্জনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে দূতাবাসের গৃহিত সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান। এসময় তিনি বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অনন্য অবদান এবং বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য বিদেশের মাটিতে তুলে ধরার জন্য তাদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্ব্যাস্থ কামনা করেন।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে দূতাবাস কর্তৃক আয়োজিত এ অনলাইন জুম প্লাটফর্মের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।