এর ফলে কালো তালিকাভুক্ত ওই কোম্পানিগুলোতে ‘চিহ্নিত কিছু পণ্য’ পাঠানোর ক্ষেত্রে মার্কিন রপ্তানিকারকদের এখন থেকে আলাদা অনুমতিপত্র নেওয়া লাগবে।
হ-বাংলা নিউজ : চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতা আছে সন্দেহে দেশ দুটির শতাধিক কোম্পানিতে পণ্য রপ্তানির উপর বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন এ তালিকায় চীনের মহাকাশ বিষয়ক অনেকগুলো কোম্পানির পাশাপাশি রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা বিভাগও আছে বলে জানিয়েছে বিবিসি।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র চীনকে যে নানামুখী চাপের মুখে রেখেছে তারই ধারাবাহিকতায় ডনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস ছাড়ার সপ্তাহ কয়েক আগে শতাধিক কোম্পানির উপর এ বিধিনিষেধ দেওয়া হল।
গত এক বছরে বেশ কিছু সংবেদনশীল ইস্যু নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়তে দেখা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাস মহামারীর জন্য চীনের উপরই দায় চাপিয়ে যাচ্ছেন; তার প্রশাসন হংকংয়ের উপর চাপিয়ে দেওয়া চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন নিয়েও অসন্তুষ্ট।
সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে বিভিন্ন কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা ছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকার চীনের বিভিন্ন প্রযুক্তি কোম্পানির উপরও নতুন বিধিনিষেধ দিয়েছে।
শুক্রবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় চীনের সবচেয়ে বড় চিপ নির্মাতা কোম্পানি এসএমআইসি ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআইসহ দেশটির কয়েক ডজন কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে।
এ মাসের শুরুতে ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি) যুক্তরাষ্ট্রের টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের নেটওয়ার্ক থেকে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের বানানো সব সরঞ্জাম সরিয়ে ফেলারও নির্দেশ দিয়েছিল।
তথ্যঃ সংগ্রহীত
সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু, CEO & Publisher: Syed Abed Nipu
হলিউড বাংলা নিউজ – হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com, Hollywood , California, USA, Phone : (562) 688-1911
সম্পাদক: খায়রুজ্জামান মামুন
Editor: Kheiruz Zaman Mamun
ব্যাবস্থাপনা পরিচালক: মো: শফিউল আলম
Managing Director: Md Safiul Alam Topu
Copyright © 2020 Hollywood Bangla News. All rights reserved. Developed by W3 Techniques
Copyright © 2020 Hollywood Bangla News. All rights reserved. Developed by W3 Techniques