হ-বাংলা নিউজ : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন বাংলাদেশ কমিউনিটি কাতারের বিশিষ্ট নেতা ও কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. শাহজাহান মিয়া।
স্বতন্ত্র মেয়র পদে প্রার্থী হতে গত রোববার তিনি সমর্থকদের নিয়ে কুলাউড়া পৌরসভায় মনোনয়ন পত্র জমা দেন। শাহজাহান বলেন, ‘স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি সকলের দোয়া ও পৌরসভাবাসীর ভোট প্রত্যাশা করছি।’
কাতার প্রবাসী শাহজাহান আরও বলেন, আমি মনে করি, কুলাউড়া পৌরসভাবাসী আসছে নির্বাচনে যোগ্য মেয়র নির্বাচিত করবেন। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব।
আগামী ১৬ জানুয়ারি কুলাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
তথ্যঃ সংগ্রহীত