হ-বালা নিউজ, হলিউড থেকে : প্রথম যাত্রায় বেঁচে গেলেও কভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কা ভাল ভাবেই পেয়ে বসেছে লস এঞ্জেলেস ও এর আশেপাশে বসবাসরত বাংলাদেশী আমেরিকান কমিউনিটিকে।বিগত কিছু দিনের ব্যবধানে কমিউনিটিতে আশংকাজনক হারে আক্রান্ত হয়েছেন বাংলাদেশিরা। মৃত্যুবরণ করেছেন অন্তত ৩/৪জন বাংলাদেশী। হলিউড বাংলা নিউজের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। লস এঞ্জেলেসে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ একজন সিনিয়র ব্যক্তি গতকাল টেলিফোনে আমাদের সাথে আলাপকালে আক্ষেপ করে বলেছেন কমিউনিটির লোকজনের গাফিলতি এবং অসচেতনতার জন্য আজকে এই অবস্থা।তিনি হলিউড বাংলা নিউজের মাধ্যমে সবাইকে সাবধান করে দিয়ে বলেন, ভবিষ্যতে দৈনন্দিন চলাফেরায় সাবধানতা অবলম্বন না করলে এর পরিণাম সুখকর হবেনা। উল্লেখ্য, গতমাসে Thanksgiving পার্টিতে অংশ নিয়ে অনেকেই স্ব-পরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আমাদের অনুসন্ধানে বেড়িয়ে এসেছে। খবর নিয়ে দেখা গেছে, এই পরিস্থিতিতে ভিতরে ভিতরে কমিউনিটির লোকজনের মোধ্য চাপা ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। তারা মনে করেন একটু সতর্কতা অবলম্বন করে লচাফেরা করলেই আজকের এই অনাকাঙ্খিত অবস্থা এড়ানো যেত। এহেন পরিস্থিতিতে সামনে আসছে নতুন বছর। বর্তমান ঘটনা প্রবাহ থেকে শিক্ষা নিয়ে সবাইকে থার্টিফার্স্ট নাইট এর অনুষ্ঠান আয়োজন করা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করেছেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটির বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যাক্তিত্ব। প্রসঙ্গত, মহামারী করোনাভাইরাসে আমেরিকাতে এপর্যন্ত ১কোটি ১৮ লক্ষের অধিক মানুষ আক্রান্ত এবং ৩লক্ষ ৩০হাজারেও বেশী মৃত্যু বরণ করছেন। এবং প্রতিমিনিটেই এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।