হ-বাংলা নিউজ : যুক্তরাষ্ট্রে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসক। সুসান মুর নামে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ৫২ বছর বয়সী এ চিকিৎসক মৃত্যুর আগে হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগটি করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কিছুদিন আগে সুসান মুর অভিযোগ করেন, একজন চিকিৎসক হয়েও শ্বেতাঙ্গ চিকিৎসকের বর্ণবাদী আচরণের শিকার হন তিনি। তাকে চিকিৎসার জন্য ভিক্ষা চাইতে হয়েছে অন্য চিকিৎসকদের কাছে।
হাসপাতালের বিছানা থেকে করা এক ভিডিওতে ওই নারী চিকিৎসক রাজ্যের ইউনিভার্সিটি হাসপাতাল নর্থ’র চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার ব্যাপক অভিযোগ করে যান। তার মৃত্যুর পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, চিকিৎসার জন্য সুসান ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৪ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন সুসান। গত রোববার তার মৃত্যু হয়। এর আগে তিনি করা ভিডিওতে তিনি অভিযোগ করেন, আমি প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করলেও শ্বেতাঙ্গ চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে এগিয়ে আসেননি। তিনি(শ্বেতাঙ্গ চিকিৎসক) কোনোভাবেই আমাকে স্পর্শ করেননি। তিনি কোনো শারীরিক পরীক্ষা করেননি। এভাবেই কালো মানুষরা মারা যায়।
তথ্যঃ সংগ্রহীত