হ-বাংলা নিউজ, হলিউড থেকে : কভিড-১৯ মহামারী থেকে উত্তরণ, আক্রান্তদের শেফা কামনা, এবং যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে গত ২৪ শে ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ইউনিটি ফেডারেশান অব লস এঞ্জেলেস (বাফলা) আয়োজন করেছিল ভার্চুয়্যাল দোয়া মাহফিলের। অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হওয়া এই দোয়া মাহফিলে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সিনিয়র ব্যাক্তিবর্গ সহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও অনেক গন্যমান্য অতিথিরা এতে অংশ গ্রহন করেন।ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার অনেক সাংবাদিকবৃন্দও এতে অংশ নেন। বাফলার সভাপতি জনাব শিফার চৌধুরীর পকিচালনায় দোয়া মাহফলটি একঘন্টার অধিক সময় ধরে চলে।দোয়া মাহফিলের শুরুতেই বাফলার সভাপতি একটি আবেগঘন বক্তৃতা দেন। এসময় কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন এই মহা দুর্যোগ মনুষ্যসৃষ্ট। আমাদের কর্ম ফলের জন্যই আজ পৃথিবীতে আল্লাহ এই দুর্যোগ প্রেরণ করেছেন। এবং মহান আল্লাহ যেন আমাদের ভুলত্রুটি ক্ষমা করে এই দুর্যোগ থেকে অচিরেই মুক্তির পথ দেখান। এরপর কোরআন থেকে তেলাওয়াত এবং একে একে সিনিয়র ব্যক্তিগন তাদের বক্তব্য দেন।মাহফিলে অংশগ্রহনকারী ব্যক্তিবর্গের মোধ্য ছিলেন বাফলার সেক্রেটারী জেনারেল আঞ্জুমান আরা শিউলি, ডাঃ মাহবুব খান, জনাব মাসুদ রব চৌধুরী, নার্গিস আহমেদ, জনাব মেয়াজ্জেম চৌধুরী, জনাব, ডাঃ আবুল হাশেম, জনাব বদরুল আলম চৌধুরী শিপলু,জনাব এম হোসেন বাবু, জনাব কাজী মশহুরুল হুদা, জনাব এম ওয়াহিদ রহমান ও জিয়া ইসলাম সহ আরো অনেকেই।