হ-বাংলা নিউজ : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড নগরীতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়দিনের উৎসবের পরদিন স্থানীয় সময় গতকাল শনিবার এমন হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রকফোর্ডের পুলিশপ্রধান ড্যানিয়েল ও’শিয়া বলেন, নগরীর একটি ভবনে বোলিং খেলা হচ্ছিল। ওই ভবনে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন্দুকধারী ভবনটির ভেতরে ছিলেন।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। আহত তিনজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। গতকাল মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তার বন্দুকধারী সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
শিকাগো থেকে প্রায় ৯০ মাইল দূরে উইসকনসিন অঙ্গরাজ্যের সীমান্তে রকফোর্ড নগরী। হামলার শিকার লোকজন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন এ নগরীর মেয়র টম ম্যাকনামারা। ঘটনা তদন্তে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তথ্যঃ সংগ্রহীত