হ-বাংলা নিউজ : বড়দিন উপলক্ষে গত দুই সপ্তাহ আগে বেলজিয়ামের একটি কেয়ার হোমে সেখানকার বাসিন্দাদের উপহার দিতে যান সান্তা ক্লজ সাজা এক ব্যক্তি। তিনি ফিরে যাওয়ার পর প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন ওই হোমের ১২১ বাসিন্দা ও ৩৬ কর্মী। এর মধ্য থেকে পরবর্তীতে মারা যান ১৮ জন!
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল’র খবরে বলা হয়েছে, বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের ওই কেয়ার হোমে সান্তা সেজে যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন। তিনিই সেই সুপারস্প্রেডার, যার কারণে এত আক্রান্ত ও মৃতের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে ব্যক্তি সান্তা সেজেছিলেন, কেয়ার হোম থেকে ফিরে নমুনা পরীক্ষা করার পর জানা যায়; তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার নমুনার ফল পজিটিভ এসেছিল।
স্থানীয় মেয়র উইম কায়ারস এ ঘটনাটিকে কেয়ার হোমের জন্য অন্ধকার দিন হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি, আগামী দিনে কঠিন লড়াই করতে হবে বলে মন্তব্য করেন।
মেয়র আরও জানান, কেয়ার হোমে যখন সান্তা ক্লজ সাজা ব্যক্তি এসেছিলেন তখন করোনার নিয়মগুলি অনুসরণ করা হয়েছিল বলে জানানো হয়। পরবর্তীতে সেখানকার ছবিগুলো দেখে বোঝা যায়, করোনা সংক্রমণ এড়াতে যে নিয়ম বেধে দেওয়া হয়েছিল, তা পালন করা হয়নি।
বেলজিয়ামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৩৮ হাজার ৩০ জন। মারা গেছেন ১৯ হাজার ১৫৮ জন। সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৮১৪ জন।
তথ্যঃ সংগ্রহীত