হ-বাংলা নিউজ : রাজশাহীর তানোরে সৌদি আরব ফেরত এক গৃহবধূর গালয় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার বিহারইল গ্রামে এ ঘটে।
ওই গৃহবধূর নাম সুমি আক্তার (২৬)। তিনি উপজেলার বিহারইল গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। লাশ ময়নাতদন্ত শেষে সুমির বাবার বাড়ি নিয়ামতপুর উপজেলার জাহিদপুর গ্রামে দাফন করা হয়েছে। এ বিষয়ে তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, রুবেলের সঙ্গে পাঁচ বছর আগে সুমির বিয়ে হয়। বিয়ের দুই বছর পর ওই গৃহবধূ সৌদি আরবে চলে যান। করোনার কারণে গত বছর সুমি স্বামীর বাড়িতে ফেরেন। গত এক মাস ধরে ওই গৃহবধূকে সৌদি আরবে আবারও যাওয়ার জন্য তার স্বামী চাপ দিতে থাকেন। কিন্তু সুমি সৌদি আরবে যেতে অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
তথ্যঃ সংগ্রহীত