হ-বাংলা নিউজ : করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নিউ ইংল্যান্ড (বোস্টন) বিএনপি’র ক্রীড়া সম্পাদক মিতোষ বড়ুয়া। তার বয়স হয়েছিল ৫৮।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাসিন্দা ছিলেন তিনি। গত শুক্রবার (২৫ ডিসেম্বর) স্থানীয় লিওমিন্সটারের ইউমাস মেমোরিয়াল হেলথ অ্যালায়েন্স ক্লিন্টন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাঁচ দিন পর বোস্টন প্রবাসীদের সহযোগিতায় বুধবার সালেম সেমেট্রিতে তার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি স্ত্রী, একপুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বোস্টন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিতোষ দ্বিতীয় ব্যক্তি, যিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। তার মৃত্যুতে নিউ ইংল্যান্ড (বোস্টন) বিএনপি’র নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বোস্টনের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
এদিকে নিউ ইংল্যান্ড বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক মিতোষ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘দলের নীতি ও আদর্শ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মিতোষ বড়ুয়া। তিনি ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক। বোস্টন বিএনপি’র ক্রীড়া সম্পাদক হিসেবে তিনি দলকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে বোস্টন বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মিতোষ বড়ুয়া’র আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যঃ সংগ্রহীত