হ-বাংলা নিউজ : যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটারের পতাকা পোড়ানোর অভিযোগে উগ্র ডানপন্থি সংগঠন প্রাউড বয়েজ আন্দোলনের নেতা এনরিক তারিওকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল সোমবার দেশটির রাজধানী ওয়াশিংটন থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটেশ সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভ ম্যাটারের আন্দোলন চলাকালে একটি চার্চে থাকা সংগঠনটির পতাকায় আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত এনরিক। এছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত সম্পদ বিনষ্ট করার অভিযোগ গঠন করা হয়েছে।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি ডিভাইস উদ্ধার করে পুলিশ। যেগুলোতে আগ্নেয়াস্ত্রের অতিরিক্ত বুলেট জমা করে রাখা যায়। দেশটির আইনে এমন ডিভাইস বহন ও ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে।
বিবিসির বলছে, দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা হস্তান্তর না করে সংঘাতের দিকে হাঁটছেন, আর সে লক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর বিশাল এক জনসমাবেশের ডাক দিয়েছেন তার আগমুহূর্তে উগ্র ডানপন্থি সংগঠনটির এ নেতাকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারের আগে প্রাউড বয়েজ আন্দোলনের এ নেতা সামাজিক মাধ্যমে লিখেন, ‘আগামী ৬ জানুয়ারির সমাবেশে রেকর্ড সংখ্যক প্রাউড বয়েজ কর্মীরা অংশগ্রহণ করবেন। নিজ কর্মীদের সমর্থনে তিনি বলেন, ‘সমাবেশে অংশ নিতে যাওয়া কর্মীরা অতিমাত্রায় বিনয়ী ও ভদ্র।’
তথ্যঃ সংগ্রহীত