হ-বাংলা নিউজ : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৫৬)। তিনি ফেনীর দাগনভুঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে তিনি ভাগ্যবদলের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে অল্প কিছু দিন চাকরিও করেন তিনি। পরে নিজেই ব্যবসা শুরু করেন। ইতিমধ্যে সেখানে তিনি একটি দোকানের মালিকও হয়েছেন।
কিন্তু গত রোববার রাতে একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দল দোকান ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় আবুল কালামকে গুলি করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে আবুল কালামের মৃত্যু হয়। আবুল কালামের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে আবুল কালামের স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
তথ্যঃ সংগ্রহীত