হ-বাংলা নিউজ : যুক্তরাষ্ট্রে নতুন বছরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এঁরা হলেন—আফজাল হোসেন, আবদুল মান্নান, গোলাম আহিয়া, রবিন সাহা ও রমেশ চন্দ্র সাহা।
কুইন্সের জ্যামাইকায় বসবাসরত গোলাম আহিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জানুয়ারি সকালে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জানুয়ারি জর্জিয়ায় স্থানীয় নর্থ সাইড হাসপাতালে মারা গেছেন জর্জিয়ার বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ রমেশ চন্দ্র সাহা। করোনা শনাক্তের পর থেকেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রমেশ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সহসভাপতি, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরে জর্জিয়া আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।
এ ছাড়া আফজাল হোসেন নামের আরেক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া ফ্রাস্কফোট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জানুয়ারি ভোরে মারা গেছেন।
এদিকে লস অ্যাঞ্জেলেসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মো. আবদুল মান্নানসহ দুই বাংলাদেশির। ২ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের সান বার্নার্ডিনো কাউন্টির ওন্টারিও সিটির বাসিন্দা আবদুল মান্নান মারা যান। তিনি দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে সান অ্যান্তোনিও হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘ ২২ বছর ধরে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। তার দেশের বাড়ি কুমিল্লা। দেশে তিনি সমবায় কর্মকর্তা ছিলেন।
আবদুল মান্নান আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স (এএবিইএ) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট প্রকৌশলী জামশেদ হায়দার ও বাটলার বোর্ড অব ট্রাস্টি চেয়ার প্রকৌশলী মুর্শেদ হায়দারের বড় বোনের স্বামী।
তথ্যঃ সংগ্রহীত