আতাউর খান রিপন, হ-বাংলা নিউজ, লস অ্যাঞ্জেলেস থেকে : গতকাল ১০ই জানুয়ারি ২০২০ রাত দশটার সময় প্রবাসী এম এ বারেক (৫৭) ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি সিটি অফ নরওয়াক ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন মাত্র দুই বছর আগে ইমিগ্রেন্ট হয়ে ২ পুত্র এবং স্ত্রীসহ ক্যালিফোর্নিয়ায় আসেন। তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন এবং কোরনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং হাসপাতালেই ইন্তেকাল করেন। এম এ বারিকের বড় ছেলে দেশে বসবাস করেন এবং তার ইচ্ছায় তাঁর মরদেহ দেশে (কালকিনি, মাদারীপুর) নেওয়ার প্রস্তুতি চলছে। এম এ বারেক নরওয়াক-আরটিসিয়ার পরিচিত মুখ মোহাম্মদ রহমান পলাশ এর বড় দুলাভাই। পলাশ তার মৃত দুলাভাইয়ের জন্য প্রবাসী সকলকে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন। হে আল্লাহ তা’আলা এম এ বারেকের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে পরকালে শেষ বিচারের পরে বেহেশতের চেষ্টতম স্থানে তাকে স্থান দান করুন, আমীন আল্লাহুম্মা আমীন।