হ-বাংলা নিউজ, নিউইয়র্ক থেকে : করোনা প্রাণ কেড়ে নিলো নিউইয়র্কে বসবাসরত মেঘনা পেট্রোলিয়াম লি: এর সাবেক কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ মদিন উল্লাহর (৭২)। ১১ জানুয়ারী সোমবার কুইন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন মদিন উল্লাহ শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
জ্যামাইকা মুসলিম সেন্টারের সহযোগিতায় মরহুমের মরদেহ বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের স্ত্রী ও ছোট ছেলে যুবায়ের রাহাত তাঁর সাথে নিউইয়র্কে থাকতেন। অপর ছেলে ও মেয়ে সুইডেন থাকে। ব্যক্তি জীবনে তিনি একজন প্রগতিমনা, সমাজসেবি ও মানবিক চিন্তা চেতনার মানুষ হিসেবে বাঙ্গালী কমিউনিটিতে বেশ পরিচিত ছিলেন।
সীতাকুন্ড থানার সীতাকুন্ড পৌরসভাধীন এয়াকুব নগর অধিবাসী মদিন উল্লাহর মৃত্যুতে সীতাকুন্ড থানা এসোসিয়েশন, ইউএসএ গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় সীতাকুন্ড থানা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক মোহাম্মদ হারুন গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।