হ-বাংলা নিউজ : যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী দুই ভাইসহ ৩ জন। গতকাল শনিবার দেশটির রাজধানী লন্ডন ও সোয়ানসির দুটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাজ্যের সোয়ানসি শহরে মৃত্যু হয় বদরুল ইসলামের (৪৩)। দুপুর ১২টায় মারা যান তার বড় ভাই কবির আহমদ (৬০)। তারা দুজনই ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
কবির ও বদরুলের ছোট ভাই সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ দিন আগে বদরুল ইসলাম ও এক সপ্তাহ আগে কবির আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আগামীকাল সোমবার লন্ডনে তাদের জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সপরিবারের লন্ডনে অবস্থান করা বদরুল ইসলাম ২ ছেলে ও ২ মেয়ে এবং কবির আহমদ ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
একই দিন ভোর সাড়ে ৬ টায় লন্ডনের একটি হাসপাতালে মারা যান উমরপুর ইউনিয়নের হামতনপুর গ্রামের যুক্তরাজ্যে বসবাসরত চিকন মিয়া।
তথ্যঃ সংগ্রহীত