হ-বাংলা নিউজ, নিউইয়র্ক থেকে : নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরীক্ষিত ও মূলধারার রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় সংগঠক মুজিব রহমান নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২৪ থেকে সিটি কাউন্সিলের বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২ ফেব্রুয়ারি। কাউন্সিলম্যান রোরি ল্যান্সমেনের পদত্যাগের পর এই পদটি খালি হয়। মুজিব রহমান ২০১৩ সালের নির্বাচনে রোরির সঙ্গে নির্বাচনে লড়েছিলেন। বাংলাদেশী অন্যন্য প্রার্থী যারা এই পদে এবার প্রার্থী হয়েছেন, তাঁদের কেউই তখন রোরির বিরুদ্ধে সমর্থন করেননি। বরং কেউ কেউ মুজিবের বিরুদ্ধে অবস্থান নিয়ে রোরির পক্ষে কাজ করেছিলেন।
বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত সভাপতি মুজিব রহমান সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে স্নাতক সম্পন্ন করা মুজিব রহমান ইউএস সেনসাস ব্যুরো, ইউএসবিএ ও আইআরএসে কর্মরত ছিলেন।মুজিব মূলধারার রাজনীতিতে একজন নিবন্ধিত ডেমোক্র্যাট হিসেবে সক্রিয় হলেও তার গ্রহণযোগ্যতা সর্ব মহলে। পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের প্রতি একনিষ্ঠ মুজিবকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সমর্থকরাও পছন্দ করেন তার এই অবস্থানের জন্য। পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের চর্চ্চার বিষয়টি যুক্তরাষ্ট্রের সাংবধিানিক অধিকার হিসাবে নিশ্চিত রয়েছে। আর তাই যারা এর বিরুদ্ধ অবস্থানে রয়েছেন তাদের বিরুদ্ধে মুজিব সোচ্চারকণ্ঠ। স্ত্রী ও সন্তান নিয়ে সুন্দর পারিবারিক জীবন যাপনকারী মুজিব বাংলাদেশীদের স্বাভাবিক পারিবারিক জীবন ও ধর্মীয় মূল্যবোধ চর্চ্চার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন, যারা এর বিরুদ্ধে প্রচারণা করেন তাদের সাথে দ্বিমত করারও স্বাধীনতা আমাদের রয়েছে। কমিউনিটির নেতৃস্থানীয় ও ধর্মীয় নেতাদের দায়িত্ব হচ্ছে স্বাভাবিক পারিবারিক জীবন যাপনওে ধর্মীয় মূল্যবোধের প্রতি একনিষ্ঠদের সমর্থন করা।’
মুজিব রহমান আরো বলেন, শুধুমাত্র ভোটের রাজনীতিতে জেতার নেশায়-আশায় আমাদের পবিত্র ধর্মকে জলাঞ্জলি দিয়ে এবং স্বাভাবিক পারিবারিক জীবন প্রথাকে বিসর্জন দেয়া কতটুকু সমীচিন তা ভেবে দেখার সময় এসেছে। ডেমোক্রেট বা রিপাবলিকান রাজনীতি করতে হলে এসবের কোন কিছুই বিসর্জন দেবার প্রয়োজন হয় না।
প্রকৃত বাংলাদেশী একজনকে সিটি কাউন্সিলে পাঠানো কমিউনিটির দায়িত্ব আর তাই ২ ফেব্রুয়ারীর নির্বাচনে ব্রালটে প্রথমে তাকে চিন্হিত করে পরবর্তী প্রার্থীদের পছন্দ করার আহ্বান জানিয়েছেন মুজিব রহমান। ২৩ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী আগাম বোটে অংশ নিতে আহ্বান জানিয়ে মুজিব বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানার তাগিদে সবার উচিৎ আগাম ভোটে অংশ নেয়া উচিৎ।
আগাম ভোট ও নির্বাচন সংক্রান্ত যেকোন বিষয়ে জানতে ৯১৭-৮৩৩-৩৪৭৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন মুজিব রহমান।