হ-বাংলা নিউজ : মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন দুই বাংলাদেশি। ট্যাক্সি নিয়ে কুলিম যাওয়ার পথে টোল রাস্তা থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
কুলিম জেলা পুলিশপ্রধান আজহার হাশিম বলেন, এসজেআর স্টাফদের তদন্ত অনুয়ায়ী, গ্রেফতার দুজনের কাছে বৈধ ভ্রমণের দলিল ও ক্রস-স্টেট পারমিট ছিল না। এর জন্য তারা কর্তব্যরত পুলিশ সদস্যকে ৫০০ রিঙ্গিত নগদ ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। দুজনকে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করেছিল পুলিশ। দুবার সতর্ক করার পরও ওই দুই বাংলাদেশি কর্তব্যরত পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। পরে তদন্তের জন্য তাদের গ্রেফতার করে পুলিশ।
তথ্যঃ সংগ্রহীত