হ-বাংলা নিউজ : যুক্তরাষ্ট্রের নাম শুনলেই প্রথমে সবার মাথায় আসবে উন্নত জীবনব্যবস্থার কথা। অর্থনৈতিক দিক দিয়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী এই দেশ নাগরিকদের জন্য উন্নত চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করতে সব সময়ই সচেষ্ট। কিন্তু করোনা মহামারি শুরুর পর নাগরিকদের চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হওয়া মার্কিন স্বাস্থ্যব্যবস্থা প্রমাণ করে, চিকিৎসা খাতে এত অর্থ ব্যয় করার পরেও যুক্তরাষ্ট্র চিকিৎসা খাতে স্বয়ংসম্পূর্ণ নয়। করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা পেতে যেমন হিমশিম খাচ্ছেন, তেমনি অন্যান্য রোগে আক্রান্ত রোগীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
করোনা মহামারি শুরুর পর সবচেয়ে বিপর্যস্ত অবস্থা ছিল নিউইয়র্ক অঙ্গরাজ্যে। এ রাজ্যের নিউইয়র্ক শহরে প্রতিদিন হাজার হাজার করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অসংখ্য মানুষ। সে জন্য অন্যান্য অঙ্গরাজ্য থেকে গণমাধ্যমে নিউইয়র্কের খবরই বেশি প্রচারিত হয়েছে। চারদিকে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দে ভারী হয়ে উঠছিল। হাসপাতালে বেড ও ভেন্টিলেটরের অভাব দেখা দিয়েছিল। পর্যাপ্ত নার্স ও চিকিৎসকের অভাব দেখা দেওয়ায় অন্যান্য অঙ্গরাজ্য থেকে নার্স ও চিকিৎসক আনতে হয়েছিল।
এক্সিওস নামে একটি প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ২০১৮ সালে চিকিৎসা খাতে ব্যয় করা হয় প্রায় সাড়ে তিন লাখ কোটি মার্কিন ডলার। চিকিৎসা খাতে এত অর্থ ব্যয় করার পরও যুক্তরাষ্ট্র করোনা মহামারির প্রাথমিক ধাক্কা সামাল দিতে ব্যর্থ-ই বলা চলে।
হার্ভার্ড বিজনেস রিভিউয়ে একটি গবেষণায় দেখে গেছে, জরুরি বিভাগে যাওয়ার পর চিকিৎসার জন্য কোনো রুম পেতে অথবা ডাক্তার কিংবা নার্সের পরীক্ষার জন্য রোগীকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়।
বিভিন্ন জরিপের ফল অনুযায়ী, চিকিৎসকের কাছে রোগীর অপেক্ষার এ সময় ভিন্ন ভিন্ন। হাসপাতাল, অঙ্গরাজ্য, বিভিন্ন সময়ভেদে অপেক্ষমাণ এ সময় আরও দীর্ঘ হয়ে থাকে। করোনা মহামারির ফলে এ সময় আরও অনেক দীর্ঘায়িত হয়েছে।
করোনার সংক্রমণ প্রতিহত করতে হাসপাতালগুলোতে অনেক রোগ শনাক্ত করার পরীক্ষা-নিরীক্ষা ও সাময়িক বন্ধ রাখা হয়। আবার অনেক ক্ষেত্রে রোগীকে মাসের পর মাস চিকিৎসক কিংবা কোনো রোগের পরীক্ষা করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষা করতে হয়েছে। অসহনীয় যন্ত্রণা, কষ্ট সহ্য করেও রোগীকে অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে। বাইরে থেকে যতই চাকচিক্য দেখা যাক না কেন, আর যতই অর্থ ব্যয় করা হোক না কেন, বিভিন্ন গবেষণা অনুসারে যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যবস্থায় আক্ষরিক অর্থেই পিছিয়ে আছে।
তথ্যঃ সংগ্রহীত