হ-বাংলা নিউজ : লেবাননের রাজধানী বৈরুতে এক বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিত ১২টার সময় মারয়েলিয়াস এলাকায় ফারুক মসজিদের পাশে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাসপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী, এই নারীর নাম দেলোয়ারা খতুন। তিনি সাতক্ষীরা জেলার কালরোয় উপজেলার বোইটা গ্রামের আব্দুল লতিফ সরদারের মেয়ে। তার মায়ের নাম আমেনা খতুন। তবে লেবাননে তিনি রুবি আক্তার নামে পরিচিত ছিলেন। ২০১৪ সালে তিনি লেবাননে আসেন। দুই বছর বৈধ থাকার পর তিনি বৈধতা হারান।
এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন ওমর ফারুক।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে স্থানীয় থানার সহযোগিতায় তার লাশ উদ্ধারের ব্যবস্থা করেছি। হাসপাতালের রিপোর্ট হাতে পেলে বলা যাবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে।’
তথ্যঃ সংগ্রহীত