হ-বাংলা নিউজ : ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন, ফ্রান্সের (ইপিবিএ) পক্ষ থেকে বাংলাদেশি বংশভূত ফরাসী নাগরিক কৌশিক রাব্বানী খানকে ফ্রান্সে ইস্তা কমিউনের নবনিযুক্ত কাউন্সিলর নির্বচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানী প্যারিসের অফিউরা মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে ইপিবিএ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ফারুক খানের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক শাকিল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরেও উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি অজয় দাস,সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির মোতালেব খান, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমা দাস, প্রচার সম্পাদক কাজী এনায়েত হোসেন সোহেল, কোষাধক্ষ মোহাম্মদ মনিরসহ ইপিবিএ-এর সদস্যবৃন্দ। বিষেশ অতিথি হিসেব উপস্থিত ছিলেন- ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সুনাম উদ্দিন খালিক, নুরুল আবেদিন সহ-সভাপতি ফ্রান্স আওয়ামী লীগ, নজরুল ইসলাম চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক ফ্রান্স আওয়ামী লীগ ও সভাপতি স্বরলিপি সাংস্কৃতি শিল্পীগোষ্ঠী,মৌসুমি আক্তার অফিউরা প্রতিনিধি সহকমিনিউটির বিশেষ ব্যক্তিবর্গ।
২০২০ সালের ১৫ মার্চ ফ্রান্সে প্রথম ধাপের মিউনিসিপালিটি (সিটি করপোরেশন) নির্বাচন অনুষ্ঠিত হয়। ফ্রান্সে নির্বাচন ব্যবস্থায় প্রথম ধাপে কোনো প্যানেল ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু মেয়র প্রার্থী আজেদিন তায়েবীর নেতৃত্বে নির্বাচনী এলাকায় কৌশিক রাববানি খানের প্যানেল প্রথম রাউন্ডেই ৫৭% ভোট পেয়ে নির্বাচিত হয়। গত ২৩ জানুয়ারি থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে রাব্বানী খান বলেন, ‘কাউন্সিলর হিসেবে আমার কর্মকাণ্ডগুলো শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটি কেন্দ্রিক নয়, কেননা আমরা যদি এগুতে চাই ফ্রান্সে বা বড় কিছু করতে চাই তাহলে কমিনিউটিকে ফরাসি কমিনিউটিতে সংযুক্ত করতে একটি ব্রিজ তৈরি করতে হবে।’
তথ্যঃ সংগ্রহীত