হ-বাংলা নিউজ : অনেকেরই পুরনো জিনিস জমানোর শখ রয়েছে। এই শখ যাদের রয়েছে তাদের মধ্যে কেউ কি কখনও টয়লেট সিট জমানোর কথা ভেবেছেন? হয় তো ভাবেননি। কিন্তু একটি অকশন সাইটে এই টয়লেট সিটই নিলামে উঠানো হয়েছে। সেটি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। যা ব্যবহার করেছিলেন খোদ অ্যাডলফ হিটলার।
নিলামে দাম রাখা হয়েছে বাংলাদেশি মুদ্রার প্রায় সাড়ে সোয়া ১৬ লাখ টাকা। নিলাম সংস্থার ওয়েবসাইটে আপাতত এটি দেখা যাচ্ছে। জানা গেছে, আগামী সপ্তাহে নিলামের একটি অনুষ্ঠানে এই টয়লেট সিটটি রাখা হবে। এই টয়লেট সিটটি বহু বছর আগে হিটলারের একটি ব্যক্তিগত বাথরুম থেকে চুরি করেছিলেন একজন আমেরিকান সেনা।
রাগনভাল্ড বোর্চ নামের ওই আমেরিকার সেনা জানান, তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলা হয়- ক্ষতিগ্রস্ত ওই জায়গা থেকে যা চান নিয়ে যেতে পারেন। তখন তিনি আগে ওই কাঠের টয়লেট সিটটি নেন। যা বেভারিয়ান আল্পসে হিটলারের ব্যক্তিগত বাথরুমে রাখা ছিল। টয়লেট সিটটি তিনি নিজের নিউ জার্সির বাড়িতে নিয়ে যান। এবার এই সিটটিকেই তাঁর পরিবারের লোক অকশনে দিচ্ছে।
তথ্যঃ সংগ্রহীত