হ-বাংলা নিউজ : অস্ট্রিয়াতে বসবাসরত বৃহওর নোয়াখালী প্রবাসীদের সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতির সোমবার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সাধারণ সভায় নোয়াখালী সমিতির সদস্যবৃন্দ, উপদেষ্টাগন এবং নির্বাচন কমিশনার পারভেজ মনোয়ারের সম্মতিক্রমে বর্তমান সভাপতি শফিকুর রহমান মাসুদকে সভাপতি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে উক্ত বার্ষিক সাধারণ সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভাপতি শফিকুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমনের সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় সমিতির সকল সদস্য তাদের মতামত উপস্থাপন করেন।
আলোচনা সভা শেষে সমিতির নির্বাচন কমিশনার পারভেজ মনোয়ার ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন এবং পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে।
বৃহত্তর নোয়াখালী সমিতির অস্ট্রিয়ার বৃহত্তর আঞ্চলিক সংগঠন। প্রতি বছর এই সমিতি বেশ কয়েকটি বড় ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন যেখানে সকল প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।
তথ্যঃ সংগ্রহীত