হ-বাংলা নিউজ : দুই কিডনিই নষ্ট একমাত্র ছেলের জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী এক পিতার আর্তনাদে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু কিডনি সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন।তাই দেশ ও বিদেশের সহৃদয়বান ব্যক্তিদের সাহায্য চেয়েছেন। রাফায়েত চৌধুরী (২২)এর দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ঘুমোতে পারছেন না তার বাবা-মা।
রাফায়েতের বাবা মুহাম্মদ চৌধুরীর দেশের বাড়ি চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া জেলায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের হার্টফোর্ড শহরে বসবাস করছেন।
কিডনি দাতার রক্তের গ্রুপ ‘বি’ অথবা ‘ও’ হলেও চলবে। আগ্রহী কিডনি দাতাগণ যোগাযোগ করুন: হার্টফোর্ড হাসপাতাল (দা সেন্টার ফর লিভিং অর্গান ডোনেশন) অথবা মুহাম্মদ চৌধুরী +১ ৩৮৬-৩৬৬-১০৭৪/৪৭৫-৯৮৮-৬৯২৬।
তথ্যঃ সংগ্রহীত