স্বীকৃতি বড়ুয়া, হ-বাংলা নিউজ, নিউইয়র্ক থেকে : কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার ধারাবাহিক ‘হলুদ সাংবাদিকতার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী বলেন আল জাজিরা বরাবরই বাংলাদেশ বিরোধী ভূমিকা পালন করে এসেছে। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা তারা করেছিল এই আল জাজিরা তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা তিন থেকে পাঁচ লাখ বলেও দাবি করেছিল। এবার তারা “অল দ্য প্রাইম মিনিস্টারস মেন” শিরোনামের একটি মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করেছে। বিএনপি ও জামায়াতে ইসলামী চরমপন্থি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত কুখ্যাত ব্যক্তিরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দেশ বিরোধী যে অপপ্রচার চালিয়ে আসছে, আল জাজিরার এই প্রতিবেদন তারই একটি অংশ ছাড়া আর কিছুই নয়।
আমরা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ পক্ষ থেকে আল জাজিরার এই সুপরিকল্পিত মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রত্যখান করছি এবং বাংলাদেশে আল জাজিরার সকল কর্মকাণ্ড নিষিদ্ধকরণ সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।