হ-বাংলা নিউজ, নিউইয়র্ক থেকে : বাংলাদেশের ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিয়ান ইউসুফ বাবুর স্ত্রী পারভিন ইউসুফ সাঈওদী দীর্ঘ রোগ ভোগের পর নিউইয়র্কের একটি হাসপাতালে মারা গেছেন। ৬২ তম জন্মদিন পালনের এক মাস আগেই জীবনের গতি থেমে গেল পারভিন ইউসুফের। লং আইল্যান্ডের ফার্মাসিটিউক্যাল কোম্পানীর কর্ণধার ইউসুফ বাবু এই প্রতিনিধিকে জানিয়েছেন স্ত্রীর মরদেহ নিয়ে কাল (১০ ফেব্রুয়ারী) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
ইউসুফ বাবু জানান, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তার স্ত্রী পারভিন। সর্বশেস ব্রুকলিণের কোবল হীল রিহ্যাব হেলথ সেন্টারে চিকিৎসাধীন ছিলেন পারভিন ইউসুফ।