হ-বাংলা নিউজ : লন্ডন থেকে সিলেটে আসা ১২২ প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দরে আসার পর তাদের করোনা সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়। এরপর সরকার নির্ধারিত সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য তাদেরকে নির্ধারিত হোটেলে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান। তিনি জানান, সিলেটের ১২২ জন যাত্রীকে বিমানবন্দরের কার্যক্রম শেষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সিলেটের যাত্রীদের নামিয়ে অবশিষ্ট ৩৪ জন যাত্রী নিয়ে ঢাকায় উদ্দেশে যায় বিমান।
তথ্যঃ সংগ্রহীত