হ-বাংলা নিউজ : প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য ও পাঠাভ্যাস চালুর উদ্দেশ্যে মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে চালু হচ্ছে একটি বাংলা লাইব্রেরি। এই লাইব্রেরির নাম দেওয়া হয়েছে ‘বাংলা কর্নার’।
এই লাইব্রেরিতে থাকবে বইয়ের বিপুল সমাহার। প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, শিশুসাহিত্য, ভ্রমণ, আত্মজীবনী—এমন সব বিচিত্র বই থাকবে এখানে।
প্রবাসী বাঙালিদের বাংলা বই পড়ার উৎসাহ দিতে এ উদ্যোগ নিয়েছেন সাগিনা সিটির বাসিন্দা নিউরোলজিস্ট দেবাশীষ মৃধা ও তাঁর স্ত্রী চিনু মৃধা।
দেবাশীষ মৃধার বাংলা লাইব্রেরি চালুর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা।
তথ্যঃ সংগ্রহীত