হ-বাংলা নিউজ : ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোমস্থ বাংলাদেশ দূতাবাস দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ১ মিনিটে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান দূতাবাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করেন।
এ সময়ে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণের পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
বাণী পাঠ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আজ সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরনের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়।
দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান অতিথিরা অংশগ্রহণ করবেন। এছাড়া বহুভাষাভিত্তিক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের শিল্পীরা অংশগ্রহণ করবেন।
করোনা ভাইরাস মহামারিতে ইতালি সরকার আরোপিত বিধিনিষেধের কারণে এ বছর ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ডিজিটাল মাধ্যম জুম-এ আয়োজিত হচ্ছে।
তথ্যঃ সংগ্রহীত