হ-বাংলা নিউজ : সৌদি লেখক জামাল খাশোগির হত্যার গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আনতে যাচ্ছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। আর সেখানে উঠে এসেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম।
মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ সিআইএর একাধিক গোপন সূত্র উদ্ধৃত করে একটি প্রতিবেদন পেশ করেছে। এতে বলা হয়েছে, আগামী সপ্তাহে খাশোগি হত্যার রিপোর্ট পেশ করতে চলেছে সিআইএ।
সেই গোপন রিপোর্টের বেশ কিছু অংশ আগাম হাতে এসেছে ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় বিভাগের হাতে। তাতে স্পষ্ট বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদের নির্দেশে পরিকল্পনা করেই খুন করা হয়েছিল ৬০ বছরের খাশোগিকে।
২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে ডেকে পাঠিয়ে রীতিমতো ফাঁদ পেতে খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচর সংস্থার কিলিং টিমের সিক্রেট এজেন্টরা। তখন খাশোগি ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ছিলেন।
গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ভিডিওকলের মাধ্যমে নৃশংস খুনের প্রক্রিয়াটি নিজে তদারক করেন যুবরাজ। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস দেখায়নি কেউই।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাশোগি হত্যায় পুরো ক্লিনচিট দিয়েছেন যুবরাজ সালমানকে।
কিন্তু ভোটে জেতার আগেই জো বাইডেন ঘোষণা করেছিলেন, তিনি সৌদি যুবরাজের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবেন এবং খাশোগি হত্যার পেছনে মার্কিন গোয়েন্দা রিপোর্টেই ভরসা করবেন। মোহাম্মদের সঙ্গে বাইডেন ও ডেমোক্র্যাটদের সম্পর্ক ভালো নয়।
তথ্যঃ সংগ্রহীত