হ-বাংলা নিউজ : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন টরন্টোর লেখক, সাংবাদিক, সংস্কৃতি ও চলচ্চিত্র কর্মীরা।
বিবৃতিতে স্বাক্ষর করেন, এনায়েত করিম বাবুল, শওগাত আলী সাগর, সোলাইমান তালুত রবিন, আজিমউদ্দিন আহমেদ, ফয়েজ নুর ময়না, জগলুল আজিম রানা, আরিফ হোসেন বনি, মনিস রফিক, মিনারা বেগম,পারভেজ চৌধুরী প্রমুখ।
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মুশতাক আহমেদ গতকাল সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তথ্যঃ সংগ্রহীত