হ-বাংলা নিউজ : উগ্রবাদী হামলার হুমকির কারণে মার্কিন কংগ্রেসের অধিবেশন এক দিনের জন্য স্থগিত করা হয়েছে। উগ্রবাদী মিলিশিয়ারা ৪ মার্চ ক্যাপিটল হিলে আবারও হামলা চালাতে পারে, ক্যাপিটল পুলিশের এমন সতর্ক বাণীর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। হামলার হুমকি ও এর ফলে অধিবেশন স্থগিত করায় রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ জানুয়ারির মতো আবারও কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তার জন্য সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে জোরদার করা হয়েছে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল।
এর আগে ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা পিটম্যান গত সপ্তাহে কংগ্রেসের এক শুনানিতেও এমন হুমকির কথা জানিয়েছিলেন। হুমকি থাকায় ক্যাপিটল হিলের আশপাশের এলাকায় সাত ফুট উঁচু নিরাপত্তা দেয়াল বহাল রাখা রয়েছে। নিরাপত্তা দেয়ালের ওপর কাঁটাতার সেঁটে দেওয়া আছে। তবে রিপাবলিকান আইনপ্রণেতারা এমন নিরাপত্তা দেয়াল নিয়ে সমালোচনা করেছেন।
কংগ্রেসে চলমান অধিবেশনে ৪ মার্চ প্রতিনিধি পরিষদে পুলিশ সংস্কার আইন নিয়ে বিতর্ক এবং সিনেটে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রণোদনা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সহিংসতার আশঙ্কায় সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
দেশটির গোয়েন্দা বাহিনী বলছে, তাদের কাছে তথ্য রয়েছে যে, চিহ্নিত একটি মিলিশিয়া গোষ্ঠী হামলার পরিকল্পনা করছে। তাই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তথ্যঃ সংগ্রহীত