সুব্রত চৌধুরী, হ-বাংলা নিউজ : এবারের ঢাকা বইমেলায় জর্জিয়া রাজ্যের আটলান্টা নিবাসী কবি উৎপল দত্তের কাব্যগ্রন্থ ‘নক্ষত্র ছুঁয়েছি ঠোঁটে’ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে দুইশত পঞ্চাশ টাকা।
কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে বইমেলায় আগামী প্রকাশনী, প্যাভিলিয়ন ৭ (সোহরাওয়ার্দী উদ্যান) , রকমারি ডট কম, চট্টগ্রামের বাতিঘর ও নন্দন এ।