হ-বাংলা নিউজ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে র্যালি করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি।
স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ র্যালির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ।
সমাবেশে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুল্লাহ, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম। সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
আয়োজনে নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদি ফোরামের নেতা নাসিম আহমেদ, স্টেট বিএনপির ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক দেওয়ান কাওসার, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, মার্শাল মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও এম এ মান্নান।
তথ্যঃ সংগ্রহীত