হ-বাংলা নিউজ, নিউইয়র্ক : করোনা বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেকেই আক্রান্ত হচ্ছে করোনায়। করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং কুমিল্লার জনপ্রিয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনসহ তার স্ত্রী। ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার স্ত্রীর জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রস্থ কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানত হোসেন আমান, দেওয়ান আব্দুস সাত্তার, নাজমুল হাসান বাবু, সেলিম আহমদ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন, ইকবাল খান এম এ সিদ্দিক।
দোয়া মাহফিলটি গত ২ এপ্রিল জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদে অনুষ্ঠিত হয় বাদ মাগরিব। দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা সাদিক।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রস্থ কুমিল্লাবাসী পক্ষ থেকে ড. খোন্দকার মোশাররফ হোসেন ও মিসেস মোশাররফ হোসেন ছাড়াও রুহুল কবীর রিজভী, হাবিবুন্নবী সোহেল সহ সকল অসুস্থ্য নেতা কর্মীদের রোগমুক্তি কামনা করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড. মোশাররফ হোসেনের প্রিয় অনুসারী এবং যুক্তরাষ্ট্র যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমাত হোসেন আমান। তিনি উপস্থিত হওয়ার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা তাকে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ড. খন্দকার মোশাররফ হোসেন, তার স্ত্রী ছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবীর রিজভী, হারিছ চৌধুরী, বিএনপি নেতা হাবিবুন নবী সোহেল, তার পরিবার, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতাদের আশু রোগ মুক্তি কামনা করা হয়। সেই সাথে করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন ভুইয়া, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী, আব্দুস সবুর, মাওলানা আবুল কালাম আজাদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যুবদল নেতা আহবাব চৌধুরী খোকন, বেলাল চৌধুরী, মিজানুর রহমান মিজান, দেওয়ান কাওসার, বিএম বাদশাহ, সাইফুর খান হারুণ, ইঞ্জিনিয়ার মাইন উদ্দীন, নিউইয়র্ক সিটি যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, দাউকান্দির সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস খোকন, এ আর মাহবুবুর রহমান, আ স ম খালেদুর রহমান সবুজ, জুনায়েদ মিয়াজী, রাজন, ছাত্র নেতা শাহবাজ আহমেদ প্রমুখ। এ ছাড়াও বিএনপি এবং বিএনপির অঙ্গসংগঠন ছাড়াও কুমিল্লার লোকজন উপস্থিত ছিলেন।